ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাবি কতৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে মধ্যে শিক্ষার্থীদের স্ব স্ব কলেজে সশরীরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে।
এর আগে গত ১৮ আগস্ট প্রকাশিত হয় সাত কলেজের ২৩-২৪ শিক্ষাবর্ষের বিষয় মনোনয়নের প্রথম ধাপের ফলাফল পরবর্তীতে আরো কয়েক ধাপে বিষয় মনোনয়ন দেওয়া হয়েছে। গত ২৯ মে ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিষয় মনোনয়ন কার্যক্রম শুরু হয় যা শেষ হয় গত ২৩ জুন।মাঝে আন্দোলনসহ নানা জটিলতায় আটকে যায় সাত কলেজের বিষয় মনোনয়ন এবং ভর্তি কার্যক্রম। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে ২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। সব কিছু ঠিক থাকলে আগামী ২০ অক্টোবর থেকে ২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।