ঢাকা বিশ্বিবদ্যালয়ের ( ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১ সনের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণ শেষ হবে আগামীকাল অর্থাৎ সোমবার (১৪ নভেম্বর) রাত ১১ টা ৫৯ মিনিট।
এর আগে সোমবার (১০ নভেম্বর) অধিভুক্ত সাত কলেজের ফরম পূরণ শেষ হবার কথা ছিলো। কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ঢাকা বিশ্বিবদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো.বাহালুল হক চৌধুরির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি সাত কলেজের ওয়েবসাইট প্রকাশ করা হয়।।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্বিবদ্যালয়ের ( ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত, ও মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের ফরম পূরণ করা যাবে আগামী ১৪ নভেম্বর সোমবার ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
শিক্ষার্থীরা উক্ত তারিখের মধ্যে অনলাইনে সাত কলেজের ওয়েবসাইট ক্লিক করে ফরম পূরণ অপশনে গিয়ে নিজের ডাটা এন্ট্রি পূরণ করে। একটি নিজের প্রফাইল তৈরি করতে হবে এবং প্রিন্ট করে নিতে হবে। স্ব স্ব কলেজের ওয়েবসাইট গিয়ে টাকা পেমেন্ট করে নিশ্চিত করতে ফরম পুরণ। এবং পেমেন্ট স্লিপ প্রিন্ট করে তা কলেজে জমা দিতে হবে। ফরম পূরণ না করলে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দেয়া যাবে না।