ডেস্ক রিপোর্ট: রাজধানীর সাত কলেজ আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ জনগণ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন কলেজগুলোর শিক্ষার্থীরা।
আশপাশ ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, সাইন্সল্যাব, এলিফ্যান্ট রোড, মিরপুর সড়ক, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ জনগণ বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন।
আবু কালাম নামে বাসচালক কালবেলাকে বলেন, ছাত্ররা তাদের যৌক্তিক আন্দোলনে রাস্তা অবরোধ করেছে। এতে আজ পুরো ঢাকা শহরে যানজটের সৃষ্টি হয়েছে। আমি দেড় ঘণ্টা ধরে বসে আছি। মনে হচ্ছে বিকেল ৫টা পর্যন্ত তারা আন্দোলন করবে।
সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিনিধি আবদুর রহমান বলেন, সরকার আমাদের সরলতা দেখেছে কিন্তু কঠোরতা দেখেনি। কমিশন গঠন না হওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্স ছাড়া সব যানচলাচল বন্ধ থাকবে।
দায়িত্বরত নিউমার্কেট থানার উপপরিদর্শক রায়হান কালবেলাকে বলেন, আন্দোলনের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।