The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

সাংবাদিক রাব্বানী হত্যা: জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা ও ক্ষোভ

জাবি প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শনিবার (১৭ জুন) এক বিবৃতিতে হত্যার ঘটনায় জড়িতদের আটক করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তারা৷

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতার নির্মম নির্যাতনে নিহত হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম৷ বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী আক্রমণ করে নাদিমকে হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তারা আরও বলেন, চেয়ারম্যানের ছেলের ইটের আঘাতে রব্বানি নিহত হয়েছেন। প্রায় এক মাস আগে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর দ্বিতীয় স্ত্রীর তার সন্তানের পিতৃত্ব দাবির সংবাদ প্রকাশ করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সেই মামলা আদালত খারিজ করে দেয়ার পর এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

এ ঘটনাকে কতৃত্ববাদী শাসনব্যবস্থারই একটি রূপ দাবি করে নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন সরকারের অধীনে সাগর-রুনি হত্যা সহ বহু চাঞ্চল্যকর গুম ও খুনের বিচার না হওয়ায় এই হত্যাকাণ্ডের বিচার নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান নজিরবিহীন দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিসট্যান্স (আইডিইএ) ‘দ্য গ্লোবাল স্টেট অব ডেমোক্রেসি ২০২২’ শীর্ষক প্রতিবেদনে কর্তৃত্ববাদী দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে বলে বিদেশী গণমাধ্যমগুলো উল্লেখ করেছে। নিহত সাংবাদিক রব্বানিসহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।

জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নেতৃবৃন্দ বলেন, সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালন করতে যেয়ে এভাবে নির্মম হত্যার শিকার হওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। রাব্বানি হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

You might also like
Leave A Reply

Your email address will not be published.