বাউয়েট প্রতিনিধিঃ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাদিরাবাদ ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.), বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্টার লেফটেন্যান্ট কর্নেল শেখ শামীম (অব.) সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনগন, বিভাগীয় প্রধানগন, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস ২০২২ উপলক্ষে মুক্তিযুদ্ধ ও সশস্ত্র বাহিনীর অবদান শিরোনামে রচনা প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। উক্ত রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন, এছাড়াও ২য় স্থান অধিকার করেন আইন ও বিচার বিভাগের তানিয়া সুলতানা মিম, ইইই বিভাগের নাফরাহ আলম তাফহীম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা জানান।
প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আনন্দ প্রকাশ করেন বিজয়ীরা এবং এরকম উদ্যোগ গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।