The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

সর্বোচ্চ নিরাপত্তায় ইবিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত তিনটি ইউনিটসহ নিজস্ব ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সমাপ্তি ঘটে।

চার ইউনিটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের নিরাপত্তায় সর্বদা সোচ্চার ছিলেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। ভর্তিচ্ছুদের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, আনসার, বিএনসিসি-স্কাউট সহ ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা রাখা হয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের নির্দেশে। পরীক্ষা চলাকালীন সময়ে প্রক্টরিয়াল বডির সর্বদা ক্যাম্পাসে পদচারণা নজর কেড়েছে ভর্তিচ্ছুদের সাথে আসা অভিভাবকদের।

ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্রসংগঠন, ভ্রাম্যমান দোকানসহ শিক্ষার্থীদের পদচারণা শিথিল করা হয়। যানবাহন চলাচল ছিলো নিষিদ্ধ। ফলে নিরাপত্তার কোনো ঘাটতি ছিলোনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ পকেট গেটগুলোতে নিরাপত্তা কর্মীদের অবস্থান ছিলো সার্বক্ষণিক যার ফলে বহিরাগত প্রবেশ সম্ভব ছিলোনা।

ভর্তি পরীক্ষার সার্বক্ষণিক বিষয় নিয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমি এবং আমাদের প্রক্টরিয়াল বডির সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। আশা করছি আমরা সফল হয়েছি ভর্তি পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে। যারা পরীক্ষার তত্ত্বাবধায়নে ছিলো এখন তারাই বলবে আমরা কতটুকু সফল।

এছাড়াও তিনি বলেন, গত বছরের যে ভুল গুলো ছিলো আমি চেয়েছি তা সংশোধন করতে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক নিরাপত্তায় আমরা প্রক্টরিয়াল বডি প্রস্তুত।

পা দিয়ে লিখেই দেশসেরা আলেম হতে চান হাবিবুর

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. সর্বোচ্চ নিরাপত্তায় ইবিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন

সর্বোচ্চ নিরাপত্তায় ইবিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত তিনটি ইউনিটসহ নিজস্ব ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সমাপ্তি ঘটে।

চার ইউনিটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের নিরাপত্তায় সর্বদা সোচ্চার ছিলেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। ভর্তিচ্ছুদের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, আনসার, বিএনসিসি-স্কাউট সহ ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা রাখা হয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের নির্দেশে। পরীক্ষা চলাকালীন সময়ে প্রক্টরিয়াল বডির সর্বদা ক্যাম্পাসে পদচারণা নজর কেড়েছে ভর্তিচ্ছুদের সাথে আসা অভিভাবকদের।

ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্রসংগঠন, ভ্রাম্যমান দোকানসহ শিক্ষার্থীদের পদচারণা শিথিল করা হয়। যানবাহন চলাচল ছিলো নিষিদ্ধ। ফলে নিরাপত্তার কোনো ঘাটতি ছিলোনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ পকেট গেটগুলোতে নিরাপত্তা কর্মীদের অবস্থান ছিলো সার্বক্ষণিক যার ফলে বহিরাগত প্রবেশ সম্ভব ছিলোনা।

ভর্তি পরীক্ষার সার্বক্ষণিক বিষয় নিয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমি এবং আমাদের প্রক্টরিয়াল বডির সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। আশা করছি আমরা সফল হয়েছি ভর্তি পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে। যারা পরীক্ষার তত্ত্বাবধায়নে ছিলো এখন তারাই বলবে আমরা কতটুকু সফল।

এছাড়াও তিনি বলেন, গত বছরের যে ভুল গুলো ছিলো আমি চেয়েছি তা সংশোধন করতে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক নিরাপত্তায় আমরা প্রক্টরিয়াল বডি প্রস্তুত।

পা দিয়ে লিখেই দেশসেরা আলেম হতে চান হাবিবুর

পাঠকের পছন্দ

মন্তব্য করুন