The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫

সরকার মানুষের কথা বোঝে না, থিউরি দিয়ে চলে : মান্না

ডেস্ক রিপোর্ট: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয়। যারা একশ পণ্যের ওপর ভ্যাট বাড়াতে পারে, তারা মানুষের কথা বোঝে না। এই সরকার থিউরি দিয়ে চলছে।

শনিবার (১১ জানুয়ারি) আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম কাউন্সিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মান্না বলেন, থিউরি থেকে প্রাকটিস বড়। অন্তর্বর্তী সরকার তা বোঝে না। অর্থনীতির সংজ্ঞা বুঝতে গিয়ে তারা মানুষের জীবনযাত্রার হিসেব ভুলে যায়। দৈনন্দিন জীবনে মানুষ খুব কষ্টে রয়েছে। এমনটা চলতে থাকলে মানুষ সংস্কারের ওপর আস্থা হারাবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ বদলাতে শুরু করেছে। তবে কর্মপদ্ধতি বাস্তবায়ন না হওয়া ও রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেয়া হলে সম্ভাবনার মৃত্যু ঘটবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.