সাঈদ মঈন, সরকারী বঙলা কলেজঃ রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারী বাঙলা কলেজে আজ মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানসূচীর অংশ হিসেবে কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক মো: জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনায় শিক্ষকগণ গভীর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করেন এবং তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনায় কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক মো: জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ১০ জানুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি বাংলার সকল শ্রেণির মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে। তিনি দিবসটির তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন।
২৯০ দিন পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। সেই থেকে দিনটিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করছে জাতি।