সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজটি সূত্রাপুর থানায় অবস্থিত, লক্ষ্মীবাজার রোডের শেষ মাথায় হাতের বাম পাশে মেইন রোডের উপরের দিকে তাকালে দেখা যাবে কলেজের একটি সাইনবোর্ড। এটাই হলো ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজটির মূল ফটক, যার অবস্থা খুবই জরাজীর্ণ।
ঐতিহ্যবাহী কলেজটি এক একর জায়গার উপর অবস্থিত, কলেজটিতে উচ্চ মাধ্যমিক এর পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীও রয়েছে। কলেজটিতে তিনটি অনুষদের অধীনে ১৭ টি বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে।
বর্তমানে কলেজটিতে প্রায় ১১ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়।
কলেজটি মুলফটক আধুনিকায়ন করার বিষয় বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগে সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল বলেন, নাম ফলকটি নতুন করে লাগিয়ে এক পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ছবি এবং আরেক পাশে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছবি দিয়ে নাম ফলকটি লাগানোর বিষয়ে মতামত দেন।
সোহরাওয়ার্দী কলেজে মূল ফটকের আধুনিকায়ন করার বিষয় জানতে চাইলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর বলেন, আমি এই মূল ফটকটি আধুনিকায়ন করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। এক বছর হয়ে গেলেও কার্যক্রম শুরু করার জন্য কোন ধরনের পরিকল্পনা নেয়নি।