The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫

সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ

এমবিবিএস (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সরকারি মেডিকেল কলেজগুলোয় ভর্তি শেষ আজ। আজ ২৪ ফেব্রুয়ারি অফিস সময়ের মধ্য উত্তর্ণ শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শেষ করার কথা রয়েছে। সরকারি মেডিকেল কলেজ গুলোতে আসন মোট ৫ হাজার ৩৮০টি। ১৮ ফেব্রুয়ারি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়।

১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ (২০ হাজার ৪৫৭) এবং মেয়েদের পাসের হার ৫৯ দশমিক শূন্য ২ শতাংশ (২৯ হাজার ৪৬৬)। মেডিকেলে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত মেয়েদের সংখ্যা ৩ হাজার ৬৮ (৫৬ দশমিক ৫৪ শতাংশ)। ছেলেদের সংখ্যা ২ হাজার ৩১২ (৪৩ দশমিক ২৬ শতাংশ)।

মেধা কোটার ৫ হাজার ৭২টি আসনের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২ হাজার ১৯৪ (৪৩ দশমিক ২৬ শতাংশ) এবং মহিলা প্রার্থীর সংখ্যা ২ হাজার ৮৭৮ (৫৬ দশমিক ৭৪ শতাংশ)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসনসংখ্যার ৫শতাংশ হিসাবে ২৬৯ শিক্ষার্থী এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটায় ৩৯ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন তানজিম মুনতাকা সর্বা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.