সাঈদ মঈন, সরকারি বাঙলা কলেজ: ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ ফেরদৌসী খান।
আজ রবিবার, ২৬শে ফেব্রুয়ারী ২০২৩, সকাল ৮.৩০ মিনিটে প্রধান অথিতি জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এরপর বিএনসিসি কলেজ শাখার সেনা উইং এবং নৌ উইংয়ের সমন্বয়ে একটি চৌকস দল মনোরম প্যারেড প্রদর্শন করে। প্যারেডে অংশ নেয় বাংলাদেশ স্কাউট এবং গার্লস গাইড এসোসিয়েশনের সদস্যবৃন্দও।
অনুষ্ঠানসূচীর অংশ হিসেবে পরবর্তীতে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মার্চপাস্ট প্রদর্শন করে প্রধান অতিথিকে সশ্রদ্ধ সালাম জানায়। এরপর অন্যান্য বিভাগ মার্চপাস্টে অংশগ্রহণ করে।
মার্চপাস্ট শেষে অনুষ্ঠানের মূল কর্মসূচী অর্থাৎ ক্রীড়া প্রতিযোগিতারা মূল পর্ব শুরু হয়।
আজকের প্রতিযোগিতাসমূহ ছিলো-
১. উচ্চ মাধ্যমিক শ্রেণির ১০০ মিটার দৌড়
২. স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর ১০০ মিটার দৌড়
৩. উচ্চ মাধ্যমিক শ্রেণির ৮০০ মিটার দৌড়
৪. স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির ৮০০ মিটার দৌড়
৫. উচ্চ মাধ্যমিক শ্রেণির দীর্ঘ লাফ
৬. স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির দীর্ঘ লাফ
৭. গোলক নিক্ষেপ
৮. ক্রিকেট বল নিক্ষেপ (ছাত্রী)
৯. ২০০ মিটার ×৪ রীলে দৌড়
১০. চেয়ার / পিলো পাসিং (ছাত্রী)।