The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

সময় পেলেই বিদ্যালয়ে ছুটে গিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস নেন ইউএনও

সম্প্রতি করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে মানুষ।গেলো করোনার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছিলো ।শিক্ষাক্ষেত্রেও এর প্রভাব পড়েছে ।শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিক পর্যায়ে ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীরা।শিক্ষাজীবন শুরুতে তাদের বড় ধাক্কা পেতে হয়েছে।বর্তমানে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও শিক্ষাব্যাবস্থা কিছুটা পিছিয়ে গেছে।তাই শিক্ষার প্রতি গুরত্ব দিচ্ছে শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলেই।এরই লক্ষে শিক্ষাব্যাবস্থাত্বরান্বিত করতে এবং কোমলমতি ক্ষুদ্রশিক্ষার্থীদের এগিয়ে নিতে নিরলস কাজ যাচ্ছেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি প্রাথমিকশিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলাপর্যায়ে প্রাথমিক শিক্ষাপদক-২০২২” পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন উপজেলা নির্বাহীঅফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।তার উপর সরকারি অর্পিত দায়িত্ব যথাযথ পালনেরপাশাপাশি সময় পেলেই ছুটে যান উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে নিজেই ক্লাস নেওয়া শুরুকরেন তিনি।

তারই ধারাবাহিতায় বুধবার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় যান ইউএনও আব্দুল্যাহ আল মামুন। ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ধর্ম শিক্ষা ও পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নেন তিনি। এসময় উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাফি ও ফাহমিদা বলেন, আজ ইউএনও স্যার আমাদের গণিত ক্লাস নিয়েছে। গণিত বই হতে স্যার আমাদের বিভিন্ন প্রশ্ন করেন। আমরা স্যারের প্রশ্নের সঠিক উত্তর দিতে পেয়ে খুবই খুশি।

জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ইউএনও স্যার সময় পেলেই মাঝে মধ্যে হঠাৎ করে স্কুলে ছুটে আসেন। বিভিন্ন ক্লাসে গিয়ে ক্লাস নেন। শিক্ষা ব্যাবস্থা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন যা আমাদের জন্য অবশ্যই অনেক ভালো লাগার বিষয়। ইউএনও স্যার আজ বুধবার আমাদের স্কুলে এসে দ্বিতীয় শ্রেণীর ধর্ম শিক্ষা ও পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস করান। এতে আমরা খুবই আনন্দিত।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের কর্মচারী এবং দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। প্রাথমিক পর্যায়েই শিশুদের শিক্ষার প্রতি মনযোগী করে তুলতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.