রাবি প্রতিনিধি: সম্প্রীতি গড়ার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করালেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ শপথ অনুষ্ঠান হয়।
“সব ধর্মের ঐক্য গড়ো, দেশ রক্ষায় শপথ করো” এই উপপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান, আদিবাসী সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত ঐক্য ও সম্প্রীতি তৈরির লক্ষ্যে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ বাক্য পাঠ শেষে উপাচার্য বলেন, আমাদের এমন কোন অনুষ্ঠান করা প্রয়োজন পড়েনি। কিন্তু কিছু কুচক্রী মহলের কারণে এখন আমাদের এরকম শপথ করাতে হচ্ছে। এ শপথ বাক্য পাঠ শুধু পাঠ নয় এটাকে বুকে ধারণ করা। কুচক্রী মহলের কোনো ষড়যন্ত্রে এদেশের মানুষের ধর্মীয় সম্প্রীতি ভাঙ্গতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, আমরা বাঙালি এটাই আমাদের বড় পরিচয়। এতে আমরা যেকোনো ধর্মের লোক হইনা কেন! আমাদের ওপর অন্য দেশ যদি কোনো ধরণের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে আমরা তা শক্ত হাতে রুখে দিবো।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের বিদেশি শিক্ষার্থী সানি কুমার দাস বলেন, “আমরা হিন্দু, মুসলমান আমরা যে যে ধর্মীয় মতাদর্শের হই না কেনো আমাদের সবারই উচিত একজন মানুষ হিসেবে গড়ে ওঠা। আমাদের দল মত যায় হোক না কেনো আমরা মানুষ এটাই আমাদের বড়ো পরিচয়। বাংলাদেশ এ ধরনের সম্প্রতির কারণে বাংলাদেশের মাটি আমার কাছে খুব প্রিয়।”