প্রতিটি ছাত্রের জীবনে সমাবর্তন একটি আবেগের নাম, যা সারা জীবন স্মৃতি হয়ে থাকে। এই স্মৃতিকে রাঙিয়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থী চেষ্টা করেন, বিভিন্ন ঢংয়ে সমাবর্তন উদ্যাপন করেন। তেমনি চীনের এক ছাত্রী অভিনব কায়দায় সমাবর্তন উদ্যাপন করেছে।খবর এনডিটিভির।
বেইজিংয়ের ২৪ বছর বয়সী এই চীনা ছাত্রীর নাম চেন ইয়িং। যুক্তরাজ্যের রোহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়। এই সমাবর্তনে তিনি অংশ নেন। সমাবর্তন উদ্যাপনে চেন বিশেষ ধরনের শারীরিক কসরত (সাইড ফ্লিপ) করেন। তিনি ডিগবাজি দিয়ে শূন্যে থাকা অবস্থায় পুরো শরীর একবার ঘুরিয়ে আনেন।
তার এই কসরতের ভিডিও অনলাইনে লাখো মানুষ দেখেছেন এবং সকলে মুগ্ধ হয়েছেন। তার এমন অনিনব উদ্যাপন দেখে সমাবর্তনে উপস্থিত সকলে তালি বাজিয়ে উৎসাহ দেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে চেন জানিয়েছেন, তিনি সমাবর্তনে অংশ নেওয়ার উত্তেজনা থেকেই কসরতটি করেছিলেন। তার কসরত দেখে লোকজন যে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাতে তিনি অভিভূত।
Chinese student Chen Yining陈奕宁in UK, celebrating graduation in Kung fu style, remembered by teachers and fellow graduates, and goes viral in China’s social media today. pic.twitter.com/zjrbo9V4Se
— China in Pictures (@tongbingxue) March 4, 2023