The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫

সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন জবির মোস্তাফিজ

জবি প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস এর ২য় সর্বোচ্চ সম্মাননা” সমাজ উন্নয়ন এওয়ার্ড “পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোস্তাফিজুর রহমান।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী।

বুধবার ( ২২ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর সমাজ উন্নয়ন বিভাগ কর্তৃক সাক্ষরিত বিজ্ঞপ্তি এ ফলাফল প্রকাশ করা হয়।

সমগ্র বাংলাদেশ থেকে সমাজ সেবা ও সমাজ উন্নয়ন এ অবদান রাখা সেবা স্তরের রোভারদের লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় মোট ৩০০ নম্বরের মধ্যে ২৯০ নম্বর পেয়ে এ এওয়ার্ড অর্জন করেন তিনি।

সমাজ সেবা ও সমাজ উন্নয়নমুলক কার্যক্রম ( টিকাদান কর্মী ব্যাজ,পুষ্টি স্যালাইন ব্যাজ, শিশু সুরক্ষা ব্যাজের) অর্জনের পাশাপাশি সমাজ সেবা ও সমাজ উন্নয়ন মুলক ৪ টি প্রকল্প ( বৃক্ষরোপণ,নিরাপদ পানি ও বিশুদ্ধকরণ প্রকল্প,স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা) কাজ করেন। এসকল কাজের মাধ্যমে সমাজের জনগণকে সচেতন করে তুলেন।

বাংলাদেশ স্কাউটস তার কাজের পর্যালোচনা এবং সমাজ উন্নয়নে অবদানস্বরুপ এ স্বীকৃতি প্রদান করেন।

এওয়ার্ড প্রাপ্ত রোভার মোস্তাফিজুর রহমান জানান, এ এওয়ার্ড আমার কাছে কাজের অন্যতম স্বীকৃতি স্বরুপ। এটি অর্জনের মাধ্যমে সমাজ সেবায় অবদান রাখার কাজের স্পৃহা আরো অধিতর বৃদ্ধি পাবে। এটি বাংলাদেশ স্কাউটস এর ২য় সর্বোচ্চ এওয়ার্ড। এটি অর্জন করতে পেরে আমি আনন্দিত।

তিনি এর আগে জেলা উপজেলা, জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরষ্কার এবং সম্মাননা এওয়ার্ড পেয়েছেন।এর আগেও ন্যাশনাল সার্ভিস এওয়ার্ড, শ্রেষ্ঠ উপস্থাপক এবং সেরা বিতার্কিক হওয়ার সম্মাননা অর্জন করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.