ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকে ২০১৮ সালভিত্তিক অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষা ১১ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর ৫১টি কেন্দ্রে ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।
প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষার্থীদের কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও রোল নম্বর দেখা যাবে এই লিংকে (https://erecruitment.bb.org.bd/openpdf.php)।