ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক- ই- আজম বলেছেন, জাতির মধ্যে প্রচণ্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। সবাই ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধভাবেই দেশ সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করা হবে। এটাই এই সরকারের দৃঢ় প্রতিজ্ঞা। কাউকে বিচ্ছিন্ন রেখে নয় সবাইকে সঙ্গে নিয়েই সিদ্ধান্তগুলো নেয়া হবে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধের তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহিদ সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
ফারুক- ই- আজম বলেন, সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার।
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা ভুক্ত হয়েছে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। এই তারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ শাহরিয়ার মুক্তারসহ অনেকে।