স্পোর্টস ডেস্ক: ভারতের নবীন ক্রিকেটারদের মাঝে অন্যতম আলোচিত রিঙ্কু সিং। ২০২৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে উঠে আসা রিঙ্কু এখন ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। মারকুটে ব্যাটিংয়ের জন্য তার খ্যাতি আছে। সেই রিঙ্কু সিং এবার বিয়ের কথা ভাবছেন। পাত্রী আর কেউ নন- সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ।
ভারতের গণমাধ্যম দাবি করেছে, উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছে রিঙ্কুর পরিবার। আবার কিছু গণমাধ্যম ২৬ বছর বয়সী প্রিয়ার সঙ্গে রিঙ্কুর প্রেমের দাবিও করেছে। এদিতে প্রিয়ার বাবা উত্তরপ্রদেশের বিধায়ক তুফানি সরোজ জানিয়েছেন, রিঙ্কুর পরিবারের পক্ষ থেকে তারা বিয়ের প্রস্তাব পেয়েছেন।
তুফানি সরোজকে প্রশ্ন করা হয়েছিল- জামাই হিসাবে কি রিঙ্কুকে পছন্দ আপনাদের? জবাবে সরোজ বলেছেন, ‘রিঙ্কুর পরিবার আমাদের প্রস্তাব দিয়েছে। আমরাও গুরুত্ব দিয়ে ভাবছি।’
জানা গেছে, প্রিয়ার বোনজামাই আলিগড়ের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তার মাধ্যমেই প্রিয়ার পরিবারকে বিয়ের প্রস্তাব দিয়েছে রিঙ্কুর পরিবার।
গত লোকসভা নির্বাচনে প্রথমবার সাংসদ হয়েছেন প্রিয়া। তিনি এখন লোকসভার দ্বিতীয় কনিষ্ঠতম সাংসদ। ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং সাবেক সাংসদ ভোলানাথ সরোজকে তিনি ৩৫ হাজার ৮৫০ ভোটে হারিয়েছিলেন।
পেশায় আইনজীবী প্রিয়ার পরিবার বারাণসীতে থাকে, যদিও তিনি পড়াশোনা করেছেন দিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসের পর বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়েছেন।