সাইফুল মিয়া, চবিঃ দেয়ালে চিকা মারাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর হলের দেয়াল থেকে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপগুলোর চিকা মুছে ফেলা হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশের উপস্থিতিতে দেয়ালের চিকাগুলো মুছে দেওয়া হয়।
এ ব্যাপারে চবির সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বলেন, চিকা মারা নিয়েই যেহেতু সংঘর্ষের সূত্রপাত তাই সংঘর্ষের পরেই আমরা ঘোষণা দিয়েছিলাম, হলের সকল চিকা মুছে দিবো। এ ঘটনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা চিকাগুলো মুছে দেয়া হয়েছে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের দেয়ালজুড়ে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপ গ্রুপ বিজয়ের অনুসারীরা চিকা মারেন প্রায় এক বছর আগে।
এদিকে এ এফ রহমান হলে বিজয় গ্রুপের পর আধিপত্য জানান দিতে অপর এক উপগ্রুপ ভিএক্স গত বৃহস্পতিবার চিকা মারতে শুরু করলে বিজয় গ্রুপের অনুসারীরা ভিএক্সের চিকা মুছে দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ ঘটনার জের ধরে গত শুক্রবার রাতে বিজয় ও ভিএক্সের অনুসারীদের মধ্যে ৪ ঘঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে অন্তত ২৩ জন আহত হন এবং হলের প্রায়ই অর্ধশতাধিক কক্ষ ভাংচুর করা হয়।