ডেস্ক রিপোর্ট: শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের ফাঁদ পেতে আবারও হাতি হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতি একজনকে আটকের পাশাপাশি হাতি হত্যার কাজে ব্যবহৃত জেনারেটর জব্দ করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাতকুচি টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাতকুচি এলাকায় পাহাড় থেকে ধান ক্ষেতে নেমে আসে একটি হাতির দল। আগে থেকেই সেখানে লাগিয়ে রাখা বৈদ্যুতিক ফাঁদে (জেনারেটরের তারে) জড়িয়ে হাতিটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে একটি জেনারেটর উদ্ধার করে ও ভ্যানচালক শহিদুল ইসলামকে আটক করে।
শেরপুর সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, মৃত হাতিটির ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের তারেই এ হাতিটির মৃত্যু ঘটেছে এটা প্রাথমিকভাবে প্রমাণিত। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।