The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

শেখ হাসিনা দেশে আসবেন বিচারের মুখোমুখি হতে, অন্যথায় নয়: প্রাণিসম্পদ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: শুধু বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনা দেশে আসবেন, অন্যথায় নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, কেবল কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হতেই তাকে আসতে হবে, তাছাড়া এদেশে আসার কোনও অধিকার তার নেই।

আজ শনিবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে গণ-আকাঙ্ক্ষা মঞ্চ আয়োজিত ‘গণ-আকাঙ্ক্ষা, গণ-অভ্যুত্থান : প্রত্যাশা ও প্রাপ্তি, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এত-এত মৃত্যুর ঘটনা শুধু জুলাই-আগস্টে ঘটেনি, গত ১৫ বছরে ঘটেছে। বহু মানুষ গুম-খুনের শিকার হয়েছে কিন্তু বিচার দিতে পারেনি। হাসিনা যদি দেশে আসে তাহলে তার বিচারের জন্য আসবেন এবং এ দেশের মাটিতেই তার বিচার হবে।

সম্প্রতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি বিশেষ মহলের চক্রান্ত থেকে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ ভয় দেখাতে চাইলেই আমরা ভয় কেন পাব? ছোট-ছোট ছেলে-মেয়েরা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে গণ-অভ্যুত্থান কী। ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদীদের তারা সরিয়ে দিয়েছে, যেটা অন্য কোনও রাজনৈতিক দলও করে দেখাতে পারেনি। সুতরাং ভুলে গেলে চলবে না এ দেশ আমাদের এবং এর সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার দ্বায়িত্ব।

এ সময় তিনি জাতি-ধর্ম এসবের পরিচয়ের ওপর ভিত্তি করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টিকে রুখে দিয়ে মানবিক মূল্যবোধ ও মানুষে-মানুষে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান জানান, যেন জুলাই-আগস্টে শহিদদের প্রাণের ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন গণ-আকাঙ্ক্ষা মঞ্চ’র আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’র প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা ও ড. গোলাম সরওয়ার, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের সদস্যরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.