দীর্ঘ ১৭ দিন শীতকালীন বন্ধ থাকার পর খুলেছে শিক্ষার্থীদের প্রিয় ক্যাম্পাস সরকারি তিতুমীর কলেজ।
নতুন বছর নতুন শিক্ষার্থীদের আগমনে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ যেনো ফিরে পেয়েছে নতুনত্বের স্বাদ। শিক্ষর্থীরা শীতের সকালে ছুটে আসছে ক্যাম্পাসে ক্লাস করতে। বন্ধু বান্ধবদের সাথে দীর্ঘ ১৭ দিন পরে শীতকালীন আড্ডায় মেতে উঠতে দেখা গেছে অনেক শিক্ষার্থীকে।
শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছে কলেজের তোলপার ক্যান্টিনে শিতের সকালে গরম-গরম চা খেতে। কেউ রোদ পোহাচ্ছে কলেজের মাঠে। আবার কেউ নাচ, গান ইত্যাদির তালে নিজেকে রাখছে ব্যস্ত।
কলেজের মাঠে, ছাত্রলীগ চত্বর, পুষ্পকানন সহ ইত্যাদি জায়গায় শিক্ষার্থীদের দেখা যাচ্ছে এমনটা নয়। এক ঝাক পড়ুয়া ক্ষুধার্ত ছাত্র – ছাত্রীদের দেখা যাচ্ছে ক্লাস ও লাইব্রেরীতে, তারা মানছে না শীতের সকাল, ঠান্ডার চোখ রাঙ্গানি।
এরই মাঝে সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে অহেতুক পোস্টার – ব্যানার সরিয়ে ফেলার নিদের্শ দেওয়া হয়।