The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪

শিবিরের কমিটিতে নাম, ক্ষোভ প্রকাশ করে যা বললেন পূজা চেরী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যাডে চিত্রনায়িকা পূজা চেরির পদ পাওয়ার একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এবার এ বিষয়ে সত্যটা তুলে ধরে সব প্রকার ভুয়া ও গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম পোস্টে লেখেন, যারা ছাত্রশিবিরের আদর্শ এবং গঠনমূলক কাজের কাছে পরাজিত তারাই গুজবের আশ্রয় নিয়ে ছাত্রশিবিরকে মোকাবিলা করার চেষ্টা করে থাকে।

তিনি আরও লেখেন, যুগে যুগে সত্য ও ন্যায়ের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে এ রকম মিথ্যা প্রচারণা করেছে বিরোধীরা। কিন্তু তাদের এসব অপকৌশল ঐতিহাসিকভাবে পরাজিত হয়েছে। আমরা সচেতন ছাত্র-জনতাকে এসব মিথ্যাচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।

ভাইরাল হওয়া ওই কার্ডে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা) কমিটির তালিকায় দেখা গেছে পূজা চেরির নাম! আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় লেখা রয়েছে পূজা চেরি (অমুসলিম শাখা)।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি মিথ্যা ও গুজব জানিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি স্ট্যাটাসে লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।

সবশেষ এই নায়িকা উল্লেখ করে বলেন, আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।

You might also like
Leave A Reply

Your email address will not be published.