মেহরাব হোসেন, ববিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি।
রবিবার ( ১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইংরেজি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মুকুল আহমেদ কে রাতভর নির্যাতনের ঘটনায় একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদুল হক মঞ্জু ও শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাত নামে দুই ছাত্রলীগ কর্মীর ছাত্রত্ব বাতিল এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের আহাদ খান রাফি নামে এক শিক্ষার্থীকে এক বছরের বহিষ্কারাদেশের সুপারিশ করেছেন।
রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, গতকাল (১৭ই আগস্ট) রাতের একটি শৃঙ্খলা কমিটিতে তিন শিক্ষার্থীর শাস্তির সুপারিশ করা হয়েছে। এটা সিন্ডিকেটে অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর ছাত্রলীগের পরিচয়ধারী দুই কর্মীর অমানবিক নির্যাতনের স্বীকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি ) ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকুল আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪০১৮ নং কক্ষে রাতভর পাশবিক নির্যাতন করা হয় তাকে। তবে এ ঘটনায় প্রায় এক বছরে পর বিচার পেতে যাচ্ছে মুকুল আহমেদ।