টিআরসি রিপোর্টঃ বিদ্যমান এমপিও নীতিমালার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষকরা। বিভিন্ন সময় এমন অভিযোগ করে এ নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছে আসছেন বেসরকারি শিক্ষকরা।
শিক্ষকদের এমন দাবির মুখে এমপিও নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এরই অংশ হিসেবে আগামীকাল রোববার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট সবার সঙ্গে বসতে যাচ্ছে মন্ত্রণালয়।
আগামীকালের সভায় মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা এ তিন অধিদপ্তর, এনটিআরসিএ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশ নিতে বলা হয়েছে।
জানা গেছে, বর্তমানে শিক্ষকদের মাঝে তিন ধরনের এমপিও নীতিমালা চালু রয়েছে। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রণীত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন করা হবে। যাতে করে শিক্ষকদের অসন্তোষ দুর করা যায়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রণীত স্কুল-কলেজের এমপিও নীতিমালা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসার এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় বিভিন্ন অসামঞ্জস্যতা আছে।
জানা যায় এর আগেও একাধিকবার সভায় বসেছিল মন্ত্রণালয়। তবে এবারই প্রথম সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে বসতে যাচ্ছে মন্ত্রণালয়।