ডেস্ক রিপোর্ট: বলিউডে যেন ঝড় তুলেছেন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ মুক্তির পর ‘ভাবী ২’ নামে শোরগোল ফেলে দেওয়া এই সুন্দরী ফের ন্যাশনাল ক্রাশের তকমা ছিনিয়ে নিলেন। বোঝাই যাচ্ছে, তিনি লম্বা রেসের ঘোড়া!
‘অ্যানিমেল’র র সাফল্যকে সঙ্গী করে বলিউডের একের পর এক হাই ভোল্টেজ ছবিতে নায়িকা হয়ে নিজের অবস্থান শক্ত করছেন তিনি। এবার সেই তৃপ্তিই শাহরুখ খান, আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়ার থেকেও কেড়ে নিলেন সেরার মুকুট!
‘ভাবী ২’-এর দুরন্ত ম্যাজিকেই আইএমডিবি তালিকায় দেশের সবচেয়ে জনপ্রিয় তারকার আসন ছিনিয়ে নিলেন তৃপ্তি দিমরি। তবে শুধু শাহরুখ, আলিয়া, দীপিকা, ঐশ্বরিয়া নয়। এই তালিকায় তৃপ্তি পিছনে ফেললেন দক্ষিণী তারকা সামান্থাকেও।
বৃহস্পতিবার শীর্ষ ১০-এ জায়গা করে নেওয়া চলচ্চিত্র তারকাদের একটি তালিকা প্রকাশ করেছেন আইএমডিবি। সেখানে সবার শীর্ষে রয়েছেন তৃপ্তি দিমরি এবং তার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এর পরে রয়েছেন ঈশান খট্টর, শাহরুখ খান এবং শোভিতা ধুলিপালা। শর্বরী ওয়াঘ ষষ্ঠ অবস্থানে, ঐশ্বরিয়া রাই সপ্তম স্থানে এবং সামান্থা রুথ প্রভু অষ্টম স্থানে রয়েছেন। আলিয়া ভাট এবং প্রভাস যথাক্রমে ৯ম এবং ১০ম স্থানে অবস্থান করছেন।
প্রসঙ্গত, ‘লায়লা মজনু’ ছবিতে নজর কেড়েছিলেন তৃপ্তি দিমরি। তার পর ওয়েব সিরিজ ‘বুলবুল’ দিয়ে প্রশংসা কুড়ান। কিন্তু পর্দায় তৃপ্তি দিমরির চমক থাকলেও বলিউডে পোক্ত হতে পারছিলেন না। এরপরই প্রস্তাব আসে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ছবির। এরপর বাকিটা ইতিহাস।
এরমধ্যে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘ভুলভুলাইয়া ৩’, ‘ব্যাড নিউজ’, ‘ভিকি বিদ্যা কি ও ওয়ালা ভিডিও’ সিনেমা। এখন তার হাতে রয়েছে করণের নতুন ছবি ‘ধড়ক ২’। এখানে তার বিপরীতে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদি।