বিশ্বকাপ ফুটবল ২০২২ ফাইনালে আর্জেন্টিনার জয়ে ভুরিভোজের আয়োজন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দুটি খাসি দিয়ে এই ভূরিভোজের আয়োজন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা।
গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে খাসি দুটি জবাই করে এ ভুরিভোজের আয়োজন করা হয়।
জানা যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক ও আর্জেন্টিনার সমর্থক সজিবুর রহমানের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
ভোজের বিষয়ে জানতে চাইলে সজিবুর রহমান বলেন, আর্জেন্টিনা সমর্থকদের প্রাণের আকুতি ছিল এই রোমাঞ্চকর বিজয়। এক সঙ্গে বিজয় উৎসবের আনন্দে মেতে ওঠা। সেই উৎসবকে পূর্ণতা দেওয়ার জন্য দুটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেছি। আর্জেন্টিনা সমর্থক ছাড়াও অন্যদলের সমর্থকদের জন্যও আয়োজন করা হয়েছে।