ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১১তম আসরে এসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি মালিক হলেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন ঢালিউড সুপারস্টার।
শাকিব খানের দলে খেলবেন লিটন দাস, মোস্তাফিজুর রহামন ও ইংল্যান্ডের জেসন রয়ের মতো তারকারা। বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ায় শাকিবকে নিয়ে গর্ব করছেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, শাকিব খান একটার পর একটা স্বপ্নপূরণ করে চলেছেন।
অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই। তার অনেক স্বপ্ন ছিল, সেগুলো একটু একটু করে পূরণে হচ্ছে, আলহামদুলিল্লাহ।’
অপু মনে করিয়ে দেন, শাকিব খানের সঙ্গে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে অনেক আলোচনা হতো।
নায়িকার কথায়, ‘আমি যেহেতু শাহরুখ খানকে পছন্দ করতাম, তার আইপিএলে একটা দল আছে…আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। আজকে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল। আমার গর্বে মনটা ভরে যায়।’
শাকিবের জন্য সবসময় দোয়া করেন জানিয়ে অপু বলেন, ‘অনেক বেশি গর্ব করি শাকিবকে নিয়ে। তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমি তার জন্য মন থেকে দোয়া করি সবসময়। আপনারা সবাই সবসময় আমার সন্তানের বাবার পাশে থাকবেন। তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করেন।’