জবি প্রতিনিধি: আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে পুরান ঢাকার শাঁখারিবাজারে আতশবাজি বিক্রির সময় একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিক্রেতার নাম সঞ্জিত ধর।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আতশবাজি বিক্রেতাকে অভিযান চালিে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের আতশবাজি (পটকা, তারাবাতি, ক্র্যাকারস,ঝরনা বাতি, চকলেট বোম, রকেট বোম, ইত্যাদি) সহ মোট ১৮ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক উপাদানাবলী উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৭।
মোহাম্মদ ইয়াসিন শিকদার আরো বলেন, আসন্ন থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষে কমিশনার ডিএমপি ঢাকা মহোদয়ের নির্দেশক্রমে এবং ডিসি লালবাগ স্যারের সার্বিক তত্ববধানে এ অভিযান পরিচালিত হচ্ছে এবং অব্যাহত থাকবে।