কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ছাত্র-শিক্ষক, সাংবাদিক, সাধারণ মানুষ, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা।
একুশের চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া ও একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এমন চিত্র দেখা গেছে।
শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠনের পাশাপাশি পরিবার-পরিজন নিয়েও শহীদ মিনারে ভিড় করছেন অনেকে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এ দিনটিতে কালো পোশাক ও বিভিন্ন ব্যাচ ধারণ করেছেন কেউ কেউ।
এর আগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।