তামিম দারি সা’আদঃ ২৭ নভেম্বর, ২০২২ শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস। ১৯৯০ সালের এইদিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে তিনি নির্মমভাবে নিহত হন। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী গণআন্দোলন আরো বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে।
শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবসে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম সহ কেন্দ্রীয় এবং বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।আজ সকাল ৮ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডাঃ শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।