বেরোবি প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুন কে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (৯ অক্টোবর) অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী সেমিনার অ্যাটেনডেন্ট পদে সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন।
সদ্য নিয়োগ প্রাপ্ত সুমি খাতুনকে চাকরি পাওয়ার পর তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যদিও চাকরি পেয়েছি কিন্তু মনে সেরকম আনন্দ নেই। কারণ ভাইয়ের মৃত্যুকে মেনে নিতে পারছি না। চাকরির এই সুসংবাদটি মানুষের সামনে বলতেও পারছি না, বারবার ভাইয়ের কথা মনে পড়ে। আল্লাহ যেন ভাইকে জান্নাতবাসী করে এটাই প্রত্যাশা করি।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামসহ শহীদ আবু সাঈদের দুই ভাই উপস্থিত ছিলেন।