The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪

গঠিত হলো দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন কমিটি ।

বিনা নোটিশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির ঘটনার রেশ ধরে গঠিত হলো দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। কমিশনে কর্মরত ১৩১ জন কর্মকর্তা নিয়ে সমিতিটি গঠিত হয়। এর সভাপতি হয়েছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। সাধারণ সম্পাদক উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

উপপরিচালক মশিউর রহমান দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠনের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি সর্বসম্মত সিদ্ধান্তে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। এর লক্ষ্য, দুর্নীতি দমন কমিশনের কল্যাণ ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের উপদেষ্টামণ্ডলীতে দুদক সচিব মো. মাহবুব হোসেনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। অন্যরা হলেন পরিচালক সফিকুর রহমান ভূঁইয়া, আবদুল গাফফার, আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী, বেনজীর আহম্মদ, এস এম মফিদুল ইসলাম, সৈয়দ ইকবাল হোসেন, মোহাম্মদ মোরশেদ আলম, মাহমুদ হাসান, গোলাম শাহরিয়ার চৌধুরী, মঞ্জুর মোর্শেদ, রাজিব হাসান ও সিস্টেম এনালিস্ট রাজিব হাসান, উপপরিচালক মলয় কুমার সাহা, মির্জা জাহিদুল আলম, লুৎফর রহমান, সেলিনা আখতার, ঋত্বিক সাহা ও উপপরিচালক রফিকুল ইসলাম।

অ্যাসোসিয়েশনের ১২টি শ্রেণিতে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুদকের চাকরিবিধির ৫৪(২) ধারার ক্ষমতাবলে ১৬ ফেব্রুয়ারি উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বিনা নোটিশে অপসারণ করার প্রেক্ষাপটে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। শরীফকে চাকরিচ্যুত করার প্রতিবাদে কমিশনের কর্মকর্তারা দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছিলেন। তাঁরা চাকরিবিধির ৫৪(২) ধারা বাতিলের দাবি করছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. গঠিত হলো দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন কমিটি ।

গঠিত হলো দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন কমিটি ।

বিনা নোটিশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির ঘটনার রেশ ধরে গঠিত হলো দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। কমিশনে কর্মরত ১৩১ জন কর্মকর্তা নিয়ে সমিতিটি গঠিত হয়। এর সভাপতি হয়েছেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। সাধারণ সম্পাদক উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

উপপরিচালক মশিউর রহমান দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠনের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি সর্বসম্মত সিদ্ধান্তে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। এর লক্ষ্য, দুর্নীতি দমন কমিশনের কল্যাণ ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের উপদেষ্টামণ্ডলীতে দুদক সচিব মো. মাহবুব হোসেনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। অন্যরা হলেন পরিচালক সফিকুর রহমান ভূঁইয়া, আবদুল গাফফার, আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী, বেনজীর আহম্মদ, এস এম মফিদুল ইসলাম, সৈয়দ ইকবাল হোসেন, মোহাম্মদ মোরশেদ আলম, মাহমুদ হাসান, গোলাম শাহরিয়ার চৌধুরী, মঞ্জুর মোর্শেদ, রাজিব হাসান ও সিস্টেম এনালিস্ট রাজিব হাসান, উপপরিচালক মলয় কুমার সাহা, মির্জা জাহিদুল আলম, লুৎফর রহমান, সেলিনা আখতার, ঋত্বিক সাহা ও উপপরিচালক রফিকুল ইসলাম।

অ্যাসোসিয়েশনের ১২টি শ্রেণিতে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুদকের চাকরিবিধির ৫৪(২) ধারার ক্ষমতাবলে ১৬ ফেব্রুয়ারি উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বিনা নোটিশে অপসারণ করার প্রেক্ষাপটে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। শরীফকে চাকরিচ্যুত করার প্রতিবাদে কমিশনের কর্মকর্তারা দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছিলেন। তাঁরা চাকরিবিধির ৫৪(২) ধারা বাতিলের দাবি করছেন।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন