The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

শনিবার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন

রিয়ান বিন কবির, পিসিআইইউঃ আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) এর দ্বিতীয় সমাবর্তন। এই সমাবর্তনে মোট ৫ হাজার ৬৪৯ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের পাশাপাশি ১৪ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ১৩ জন শিক্ষার্থীকে ফাউন্ডার গোল্ড মেডেল দেওয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে পিসিআইইউ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘Turning Dreams into Reality’ – এ প্রতিপাদ্যে আগামী শনিবার (২৬ নভেম্বর) তারিখে চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন।এতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মহামান্য রাষ্ট্রপতি জনাব এডভোকেট আবদুল হামিদের পক্ষে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী জনাব একেএম এনামুল হক শামীম উপস্থিত থাকবেন।২য় সমাবর্তন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এর আগে ২০১৯ সালের ৩১ মার্চ উৎসবমূখর পরিবেশে প্রথম সমাবর্তনের আয়োজন করেছিলো পোর্ট সিটি।

সাংবাদিকতা এবং গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি জুয়েল দাশের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, জনাব এহসানুল হক রিজন, বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র রায়, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ, রেজিস্ট্রার মো ওবায়দুর রহমান,পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.