শচীনকে ছাড়িয়ে কোহলির বিশ্ব রেকর্ড
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির ফিফটিপূর্ণ করেছেন বিরাট। এতদিন ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন। বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার মধ্য দিয়ে শচীনকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান কোহলি।
শচীন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি আর ৯৬টি ফিফটির সাহায্যে ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেন।
বিরাট কোহলি মাত্র ২৯১ ম্যাচে ৫০টি সেঞ্চুরি আর ৭১টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ৭৯৪ রান করেছেন। শচীনের চেয়ে ১৭২ ম্যাচ কম খেলে ৫০টি সেঞ্চুরি করেছেন বিরাট।