আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনী লেবাননে একের পর এক অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ অনেক দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। লেবানন জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে এরইমধ্যে ১০ লাখের বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে। নিহত হয়েছে দুই হাজারের বেশি।
এমন পরিস্থিতির মধ্যে দেশটিতে থাকা বাংলাদেশিরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রায় তিন হাজার বাংলাদেশি তাদের কর্মস্থল ছেড়েছেন। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অন্তত সাতজন বাংলাদেশি।
লেবাননে থাকা ২৬ বছর বয়সী মিরাজ মাহমুদ বাংলাদেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমে জানান, দুই সপ্তাহ আগে ইসরায়েল হামলা শুরু করার পর অন্য ৩০ জন বাংলাদেশির সঙ্গে তিনি দক্ষিণ লেবাননের নাভাতিয়া অঞ্চল ছাড়েন। তারা অপেক্ষাকৃত শান্ত সাইদা এলাকায় একটি আশ্রয়শিবিরে আরও ২২০ জনের সঙ্গে আছেন।
২০১৭ সালে লেবাননে পাড়ি জমানো নোয়াখালির ওই যুবক বলেন, আমরা এখন যেখানে আছি সেখানে এখন পর্যন্ত হামলা না হলেও এই এলাকাতেও যে হামলা হবে না তার কোনো নিশ্চয়তা নেই।