The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

লাইক দেওয়ায় কৃষককে ৫০ লাখ টাকা জরিমানা!

সামাজিক মাধ্যমের ম্যসেঞ্জারে বা চ্যাটে কোনো কথাকে বা বক্তব্যকে সমর্থন দিতে  অনেকই লাইক বা থাম্বস আপ দিয়ে থাকেন। সেটা আবার কখনো কখনো প্রয়োজনে-অপ্রয়োজনেও দিতে দেখা যায় ব্যবহারকারীদের।

সম্প্রতি এই ধরনের এক ইমোজি দেওয়ার জন্য লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে কানাডার এক কৃষককে। অবাক করার বিষয় হলেও ঘটনা সত্য । লাইক ইমোজি পাঠিয়ে ৫০ লাখ টাকা (৬১,৬১০ ডলার) জরিমানা দিয়েছেন কানাডার সাসকাচোয়ানে বসবাসকারী এক কৃষক।

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ২০২১ সালের মার্চে এক কৃষি পণ্য/শস্য ক্রেতা ৮৬ টন ফ্লেক্স কেনার জন্য বিজ্ঞাপন দেন। এরপর কেন্ট মিকলবোরো নামের একজন ক্রেতা, স্থানীয় কৃষক ক্রিস ইক্টরকে নভেম্বরে ফ্লেক্স সরবরাহের বরাত দিয়ে অনলাইন মাধ্যমে একটি চুক্তির ছবি পাঠান। যেখানে চুক্তিটি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর বিপরীতে কৃষক একটি লাইক বা থাম্বস আপ ইমোজির মাধ্যমে উত্তর দেন। ঘটনার মোড় ঘুরে যায় এখানেই, বাঁধে বিপত্তি!

মোটকথা হলো নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী শস্য পাঠাতে পারেননি ক্রিস। অন্যদিকে কেন্ট এবং ক্রিস ইমোজির অর্থ সম্পর্কেও ভিন্নমত পোষন করেছেন, পারেননি একমত হতে ।

কেন্টের মতে, ক্রিস তার মেসেজের প্রত্যুত্তরে লাইক দিয়ে চুক্তির শর্তাবলীতে সম্মতি দিয়েছেন। আবার ক্রিস যুক্তি দেন যে ইমোজিটি শুধুই একটি রিপ্লাই ছিল। যার মাধ্যমে তিনি মেসেজ যে পেয়েছেন তা নিশ্চিত করেন।

এই বিতর্ক চলে যায় আদালতে। চুক্তি পূরণের ব্যর্থতার কারণে বিচারক থাম্বস আপ ইমোজিকে ডিজিটাল স্বাক্ষর হিসেবে ধরে জরিমানার রায় দেন। এই কারণেই ক্রিসকে ৫০ লাখ টাকা দিতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.