ডেস্ক রিপোর্ট: মাত্র ৮৩ বল! এর মধ্যেই কুপোকাত শ্রীলঙ্কা। মার্কো ইয়ানসেনের তোপে পড়ে মাত্র ৪২ রানে অলআউট হয়ে গেল তারা।
যা তাদের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড। বলের হিসেবে এর কম বলে অলআউট হওয়ার নজির কেবল একটি। ১০০ বছর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৩ বলে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
সেই রেকর্ডের লজ্জা থেকে একটুর জন্য নিজেদের নাম সরাতে পারেনি প্রোটিয়ারা। ডারবান টেস্টে প্রথম ইনিংসে তারাও খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিল না। গুটিয়ে যায় ১৯১ রানে। কিন্তু সেখানে শ্রীলঙ্কা যে দাঁড়ানোর সুযোগ পাবে না তা কে ভেবেছিল। মাত্র ১৩ রানে ৭ উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপ দুমড়েমুচড়ে দেন ইয়ানসেন। ১৯০৪ সালে অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বলের পর প্রথম বোলার হিসেবে ৭ ওভারের ভেতর ৭ উইকেট নেওয়ার ইতিহাস গড়লেন বাঁহাতি এই পেসার।