মাসুম তালুকদার, জবিঃ সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক র্যাগিং এর বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন এর নেতৃত্বে ২৭ ফেব্রুয়ারী (সোমবার) ক্যাম্পাসে র্যাগিং বিরোধী প্রচারনা করে শাখা ছাত্রলীগ। এসময় পদযাত্রা সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
র্যাগিং নিয়ে জবি ছাত্রলীগের সভাপতি সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ক্যাম্পাস র্যাগিং এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে র্যাগিং মুক্ত স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়তে মাঠে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক বিশ্ববিদ্যালয় কে স্মার্ট বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে।এই লক্ষ্যে বাংলাদেশে র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে বাংলাদেশ ছাত্রলীগ নিরন্তর কাজ করে যাচ্ছে।