মাভাবিপ্রবি প্রতিনিধি: ১লা জুলাই সোমবার ২০২৪ইং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী”র ২০২৪-২৫ রোটারি বর্ষের কমিটি ঘোষণা করা হয়।
ক্লাবের নতুন প্রেসিডেন্ট ঘোষণা হয় হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পলাশ হোসেনকে। সাধারণ সম্পাদক করা হয় ব্যবস্থাপনা বিভাগের মো. সিফাত আহমেদ কে।
Let’s Serve Together এই লক্ষকে সামনে নিয়ে তারা শপথ গ্রহণ করেছেন। রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানীর স্পনসর পার্টনার হিসাবে সাথে থাকে রোটারি ক্লাব অফ টাঙ্গাইল।
ক্লাবের বাকি সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট- মেজবা মোস্তফা, হ্যাপি আক্তার, রাকিবুল ইসলাম রাব্বি।
ট্রেজারার- সানজিদা কলি।
জয়েন্ট সেক্রেটারি- সুমাইয়া আক্তার, সাজিয়া শোভা।
ডিরেক্টরস
১. ক্লাব সার্ভিস ডিরেক্টর : ইসরাত জাহান আথি
২. ফিনান্স ডিরেক্টর : আসাদুজ্জামান জোসেফ
৩. পাবলিক ইমেজ ডিরেক্টর : মো.জাহিদ হোসেন
৪. কমিউনিটি সার্ভিস ডিরেক্টর : ফরিদ আহমেদ
৫. প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর : আবু বকর সিদ্দিক (ওসামা)
৬. ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর : মোঃ নাজমুল হাসান ভূঁইয়া
স্পোর্টস এডমিনিস্ট্রেটর : জিকরুল আলম সিজান
রোটারেক্ট ইয়ং লিডার্স কন্টাক্ট : শাহতা ওমর সরকার
চিফ সার্জেন্ট : সাকিব হাসান খান
সার্জেন্টস : আসমা আক্তার রূপা, আসিফুর রহমান
এডিটর : লতিফুর রহমান তানভীর
সিনিয়র :
• ফাউন্ডেশন চেয়ার : প্রতীক গুণ
• সার্ভিস প্রজেক্ট চেয়ার : আশরাফ অন্তর
• রোটারেক্ট লার্নিং ফ্যাসিলিটেটর : নয়ীম হোসেন
• ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট : আসাদুজ্জামান
• মেম্বারশিপ চেয়ার : স্বরূপ কুমার দাস
কমিটি চেয়ার:
1. রোটারেক্ট ফেলোশিপ চেয়ার : লামিয়া আক্তার রুকু
2. প্রফেশনাল ডেভেলপমেন্ট চেয়ার : আহসান হাবিব রিমন
3. মিটিং এ্যরেঞ্জমেন্ট চেয়ার : নিয়ামুল রাকিব
4. ব্লাড ম্যানেজমেন্ট চেয়ার : আসিফ আফরোজ
5. সাস্টেইনেবল প্রজেক্টস চেয়ার : এস.এম.এ সামি
কলাবরেশন কোঅর্ডিনেটর : তাহমিদ আলিফ
সম্মানিত ক্লাব এডভাইজার :
রোটারিয়ান অধ্যাপক ড. পিনাকী দে
রোটারিয়ান অধ্যাপক ড. আজিজুল হক
রোটারিয়ান অধ্যাপক ড. নাজমুস সাদেকিন।