রাবি প্রতিনিধি: রাজশাহী ইউভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব রাজশাহী কলেজ (রুসার্ক) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ফিন্যান্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী মুমতাহিনা সিদ্দিকা নিশাত।
শুক্রবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামের উত্তর পাশে শহীদ হবিবুর রহমান মাঠ সংলগ্ন এলাকায় রুসার্কের বার্ষিক বনভোজন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সেখানে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নুর ইসলাম ও ভূমি ও আইন বিভাগের শিক্ষার্থী সাবিহা সুলতানা।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাইসুল ইসলাম জুবায়ের এবং ইবনে সিনা রুদ্র। সাংগঠনিক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক জিনান হোসাইন, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক রাতুল আদনান, গবেষনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ তৌফিক হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাতেমা বিনতে রহমত, ক্রীড়া সম্পাদক ইনতিসার আহমেদ তিষার, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক আজমাইন তাসিক এবং হসপিটালিটি সম্পাদক মোস্তাক আহমেদ।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি সদস্য মোঃ মোশাররফ হোসেন, বিদায়ী কমিটির সভাপতি মো. সুলতান মাহমুদ, সহসভাপতিদ্বয় ইশরাত জাহান সৃষ্টি এবং নুর আফসা তন্নী।
এর আগে সেখানে রুসার্কের সদস্যদের নিয়ে বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করা হয়। পরে র্যাফেল ড্র এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরিশেষে, বিদায়ী কমিটির সভাপতি নতুন কমিটির সদস্যদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।