রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ছাত্র সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সাতদিনের এই আনন্দ উৎসবের উদ্বোধন করেন রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী।
ছাত্র সপ্তাহ-২০২২ উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ সরকারসহ প্রমুখ।
ছাত্র সপ্তাহের উদ্বোধন উপলক্ষে একটি র্যালি বের করে রামেক। র্যালিটি ক্যাম্পাস ঘুরে মেইন হোস্টেল মাঠে গিয়ে শেষ হয়।
আয়োজক কমিটি জানান, ছাত্র সপ্তাহ উপলক্ষে আয়োজিত খেলাধুলার ইভেন্টের মধ্যে রয়েছে- ইনডোর ও আউটডোর গেমস। যেমন- ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবল-টেনিস, দাবা, ক্যারম ও লুডু। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে- নাচ, গান, কৌতুক, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন। সব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের সুযোগ রয়েছে।
ছাত্র সপ্তাহ উপলক্ষে রামেক থেকে একটি ম্যাগাজিনও বের হবে। এই আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল ক্যাম্পাস সাজানো হয়েছে বিভিন্ন রংয়ের পোস্টার-ব্যানারে।