The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

রাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে কাইয়ুম ও লোটাস

আব্দুল কাইয়ুম তৌসিফকে সভাপতি ও আব্দুস সবুর লোটাসকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।

রাবিসাসের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বাংলা ট্রিবিউন ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসাবে কাজ করছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি-১ সাইফুর রহমান (ডিবিসি নিউজ), সহসভাপতি-২ নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রাফি (ইউএনবি), সাংগঠনিক সম্পাদক আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), কোষাধ্যক্ষ রিপন চন্দ্র রায় (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক ইরফান তামিম (ঢাকা মেইল), প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রববিল (কালের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ (নিউ এইজ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অর্পণ ধর (সকালের সময়), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাজ্জাদ হোসেন (সিল্কসিটিনিউজডটকম), কার্যনির্বাহী সদস্য-১ সাজিদ হোসেন (চ্যানেল আই অনলাইন), কার্যনির্বাহী সদস্য-২ মীর কাদির (বাংলানিউজ২৪ডটকম) এবং কার্যনির্বাহী সদস্য-৩ এসআই সুমন (বাংলাদেশ জার্নাল)।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মরিয়ম পলি ও মেহেদী হাসান আকাশ। উপদেষ্টা-১ হিসেবে আছেন নুরুজ্জামান খান (সমকাল) ও উপদেষ্টা-২ নূর আলম (আলোকিত বাংলাদেশ)।

কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির উপদেষ্টা শাহীন আলম (সময় টিভি), রাবিসাসের সাবেক সহসভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো) ও সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী)।

You might also like
Leave A Reply

Your email address will not be published.