The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

রাবি ছাত্রলীগের ১৭ হলের কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ১৭টি আবাসিক হলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) দিনগত রাত ৩টায় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সই করা বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা ফেসবুকে প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক হলেন যারা—

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি মো. কাব্বিরুজ্জামান রুহুল, সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমস।

শেরে-ই বাংলা ফজলুল হক হলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রাতুল, সাধারণ সম্পাদক মো. স্বাধীন খান।

মতিহার হলের সভাপতি মো. রাজীব হোসেন, সাধারণ সম্পাদক ভাস্কর সাহা।

শাহ মখদুম হলের সভাপতি মো. তাজবীউল হাসান অপূর্ব, সাধারণ সম্পাদক রামীম আহাম্মেদ।

সৈয়দ আমির আলী হলের সভাপতি শেখ কামাল বিন হারুন সিয়াম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ।

নবাব আব্দুল লতিফ হলের সভাপতি শুভ্রদেব ঘোষ, সাধারণ সম্পাদক শামিম হোসেন।

শহীদ ড. শামসুজ্জোহা হলের সভাপতি চিরন্তন চন্দ, সাধারণ সম্পাদক মো. মোমিন ইসলাম।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সভাপতি মো. নিয়াজ মোর্শেদ শুভ, সাধারণ সম্পাদক মো. নাইম আলী।

মাদার বকস হলের সভাপতি হামীম রেজা শাফায়েত, সাধারণ সম্পাদক শফিউর রহমান।

শহীদ জিয়াউর রহমান হলের সভাপতি মো. রাশেদ আলী, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

শহীদ হবিবুর রহমান হলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি তাজরীন আহমেদ খান মেধা, সাধারণ সম্পাদক স্মৃতি বালা।

মুন্নুজান হলের সভাপতি জান্নাতুন নাইমা আকন্দ জানা, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার শশী।

খালেদা জিয়া হলের সভাপতি প্রিয়াঙ্কা সেন মৌ, সাধারণ সম্পাদক আজমিনা বিনতে ইসলাম প্রিয়া।

রোকেয়া হলের সভাপতি নুসরাত জাহান আভা, সাধারণ সম্পাদক আলফি শারিন আরিয়ানা।

তাপসী রাবেয়া হলের সভাপতি তাসনিম নাহার তৃণা, সাধারণ সম্পাদক তাসনুভা মেহজাবিন মিম।

রহমতুন্নেসা হলের সভাপতি তামান্না আকতার তন্বী, সাধারণ সম্পাদক সিনথিয়া নাসরিন মিম।

দীর্ঘ ছয় বছর পর গত ১৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

You might also like
Leave A Reply

Your email address will not be published.