বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের ২৬তম শাখা সম্মেলন আগামী ১২ নভেম্বর নির্ধারণ করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। নতুন কমিটিতে জায়গা করে নিতে এরই মধ্যে সভাপতি পদে ২২ জন ও সাধারণ সম্পাদক পদে ৭২ জন মিলে মোট ৯৪ জন পদপ্রত্যাশী নেতা নিজেদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
শনিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা জমা নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার।
জানা যায়, রাবি শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি গঠিত হয় ২০১৬ সালের ১১ ডিসেম্বর। এক বছরের মেয়াদি এ কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে ছয় বছর হতে চললেও নতুন নেতৃত্বের দেখা মেলেনি। গত পাঁচ বছরে কেন্দ্রীয় নেতৃত্ব দুবার পরিবর্তন হলেও রাবি ছাত্রলীগে নেতৃত্বের রদবদল হয়নি। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় পদপ্রত্যাশী ছাত্রলীগের নেতাদের দলীয় বিভক্তি ও কোন্দল বেড়েই চলেছে। বর্তমানে শাখা ছাত্রলীগের হাতেগোনা দু-একজন ছাড়া তেমন কোনো সিনিয়র নেতা নেই বললেই চলে। পদপ্রত্যাশীরা রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলন চেয়ে নিয়মিত দাবি জানিয়ে আসছিলেন মিটিং-মিছিল এর মাধ্যমে। অবশেষে ছাত্রলীগের রাবি শাখা সম্মেলন চলতি মাসের ১২ নভেম্বর নির্ধারণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।