The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

রাবির সায়েন্স ক্লাবের উদ্যেগে বইমেলা শুরু হচ্ছে আজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ভাষার মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আয়োজন করতে চলেছে, “অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩”। এই বইমেলাটি চারদিন ব্যাপি চলবে। ১৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মানুষের সৃজনশীলতা বিকাশ, মনন ও জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার এক অনন্য হাতিয়ার হচ্ছে বই।

বইমেলা চলবে: ১৮ই ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি,২০২৩ পর্যন্ত

সময়: সকাল ৯.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা

এবারের বইমেলায় থাকবে ২০ টি স্টল। যেখানে প্রায় ২৫০০০ বই থাকবে। বাংলা সাহিত্যের এক সুবিশাল ভান্ডার থাকছে এবারের বইমেলায়। যেসব বই থাকছে বইমেলায়, বাংলা উপন্যাস, বাংলা কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামী বই, কমিকস, শিশুতোষ ও কিশোর সমগ্র,অলিম্পিয়াডের বই, মজার বই, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, রাজনৈতিক বই, ইতিহাসের বই, বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স। সেই সাথে থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের স্বনামধন্য শিক্ষক,শিক্ষার্থী ও লেখক-লিখিকাদের লিখিত বই নিয়ে একটা বিশেষস্টল।এবারের আয়োজনে বেশ কিছু প্রকাশনী থাকছে,তন্মধ্যে উল্লেখযোগ্য:গার্ডিয়ান প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা, বিশ্বসাহিত্য কেন্দ্র, এড্রন, কাকলী, বিজ্ঞান একাডেমি সহ আরো অনেকে।

সর্বোপরি, এই প্রযুক্তির যুগে বই বিমুখ মানুষকে বিজ্ঞান ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তুলতে রাঃবিঃ সায়েন্স ক্লাবের এই উদ্যোগ। ক্লাবের সভাপতি আবিদ হাসান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এবার চতুর্থ বারের মত আয়োজন করছে “অমর গ্রন্থ কুটির-২০২৩”। আমরা পাঠক ও লেখকের এই বই মেলায় অনেক সাড়া পেয়ে থাকি। আমাদের চিন্তাশক্তির বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং সর্বপরি একজন ভালো মানুষ হতে বই সহায়ক ভূমিকা পালন করে৷ ”

এই বইমেলার সার্বিক সহযোগিতায় আছে, বাংলা টিফিন। এছাড়াও মিডিয়া পার্টনা: যমুনা টেলিভিশন এবং নিউজ পোর্টাল দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড।

লিমন আহমেদ/

You might also like
Leave A Reply

Your email address will not be published.