রাবি প্রতিনিধি: গৃহ নির্মাণ ঋণ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে ১০০ কোটি টাকা ঋণ চুক্তি করছে অগ্রণী ব্যাংক পিএলসি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদী কিস্তিতে পরিশোধযোগ্য এই ঋণ প্রদান করা হবে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান এবং অগ্রণী ব্যাংক পিএলসির পক্ষে রাবি কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. সা’দ আহমেদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অগ্রণী ব্যাংক পিএলসির জিএম, ডিজিএমসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
You might also like