রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিট মিলে ১২ ঘণ্টায় প্রাথমিক আবেদন পড়েছে ৩১ হাজার। আজ বৃহস্পতিবার (২৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
অধ্যাপক বাবুল ইসলাম জানান, গতকাল দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ, বি ও সি- এই তিন ইউনিটে প্রায় ৩১ হাজার আবেদন পড়েছে। দুই ধাপে হওয়া আবেদনের প্রাথমিক ধাপ ৯ জুন পর্যন্ত চলবে। তারপর চুড়ান্ত আবেদন শুরু হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ২৫ মে শুরু হয়ে শেষ হবে ৯ জুন। পরবর্তী জিপিএ-এর ভিত্তিতে নির্বাচিত চূড়ান্ত পর্যায়ের আবেদন শুরু হবে ১৫ জুন। যা চলবে ২৮ জুন পর্যন্ত।
চূড়ান্ত আবেদন শেষে ২৫ জুলাই সি ইউনিট, ২৬ জুলাই এ ইউনিট এবং ২৭ জুলাই বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া শুধু এ বছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টা এবং চূড়ান্ত আবেদন ফি ১১শ’ টাকা।