The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

রাবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

রাবিপ্রবি প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষ্যে “Career Opportunities in the Hotel and Resort Industry of Bangladesh” শীর্ষক এক সেমিনার আজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় ।

সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন ঘোষণা করেন রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। সেমিনারে কী নোট স্পীকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজারের ‘নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট’ এর ম্যানেজিং পার্টনার ও ‘সাম্পান হোটেল’ এর পরিচালক জনাব মজিবুর রহমান স্বপন। মূল বিষয়ের উপর আলোচনা করেন পর্যটন হলিডে কমপ্লেক্স, রাঙ্গামাটির ইউনিট ম্যানেজার জনাব আলোক বিকাশ চাকমা। সেমিনারে সভাপতিত্ব করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান খোকনেশ্বর ত্রিপুরা ও সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক মোসা: হাবিবা। এছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, এবং রাঙ্গামাটির ‘গরবা ট্যুরিজম’ এর প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

ট্যুরিজম এন্ড ম্যানেজমেন্ট বিভাগের চার ব্যাচের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি প্রানবন্ত হয়ে উঠে। সেই সাথে বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.