রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগ কর্তৃক আয়োজিত অন্তঃবিভাগ THM-T10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ (১৩ ফেব্রুয়ারি) রাবিপ্রবি কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিওনের এসপি মোহাম্মদ মহিউল ইসলাম, এফইএস বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাঈনুদ্দিন, এফইএস বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ দত্ত, টিএইচএম বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএইচএম বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোছাঃ হাবীবা।
THM-T10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অদম্য একাদশ এবং প্রত্যাবর্তন একাদশ পরষ্পর প্রতিদ্বন্দ্বিতা করে। প্রত্যাবর্তন একাদশ প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৫৩ রান সংগ্রহ করে। জবাবে অদম্য একাদশ ১০ ওভারে ৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রত্যাবর্তন একাদশ ১১ রানে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তাইমুন হোসাইন।
ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন তৌফিক হাসান রাসেল।